সকল বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর - ২০২৪
এই পোস্টে আমরা বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান এবং গণিত - প্রতিটি বিষয়ের জন্য বিস্তারিত ব্যাখ্যাসহ উত্তর দেওয়া আছে। এই প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী।
Question 1
If \[\lim_{x \to 0} \frac{\sin x - x}{x^3} = k\], find the value of k.
Correct Answer: A) \[-\frac{1}{6}\]
Question 1
টোবাকো মোজাইক ভাইরাসের প্রোটিন আবরণকে বলে- (The protein coat of tobacco mosaic virus is called-)
Correct Answer: B) ক্যাপসিড (Capsid)
Question 2
নিচের কোনটি পনির তৈরিতে ব্যবহৃত হয়? (Which of the following is used in making cheese?)
Correct Answer: B) রেনিন (Renin)
Question 3
নিচের কোনটি হ্যাচ ও স্ন্যাক চক্রে CO2 গ্রহীতা? (Which of the following is the CO2 acceptor in Hatch and Slack cycle?)
Correct Answer: C) ফসফোইনল পাইরুভিক অ্যাসিড (Phosphoenolpyruvic acid)
Question 4
নিচের কোন কোষটি নিউক্লিয়াসবিহীন? (Which of the following cells does not have a nucleus?)
Correct Answer: A) সিভনল (Sieve Tube)
Question 5
নিউক্লিক অ্যাসিড পুনরাবৃত্ত একক কোনটি? (Which one is the repeating unit of nucleic acid?)
Correct Answer: D) নিউক্লিওটাইড (Nucleotide)
Question 6
নিচের কোনটি সবচেয়ে বড় পর্ব? (Which of the following is the largest phylum?)
Correct Answer: B) Arthropoda
Question 7
কোন প্রাণীর রক্ত লাল নয়? (Which animal does not have red blood?)
Correct Answer: B) কাঁকড়া (Crab)
Question 8
নিচের কোনটি দ্বিতীয় সর্বোচ্চ স্তন্যপায়ী প্রাণী? (Which of the following is the second largest mammal?)
Correct Answer: B) ফিনব্যাক তিমি (Finback Whale)
Question 9
নিচের কোনটি Mollusca পর্বের অন্তর্ভুক্ত? (Which of the following belongs to phylum Mollusca?)
Correct Answer: B) Octopus punctatus
Question 10
নিচের কোনটি Arthropoda পর্বের বৈশিষ্ট্য? (Which one of the following is a characteristic of phylum Arthropoda?)
Correct Answer: C) শ্বাসযন্ত্রের অঙ্গ: ট্রাকিয়া (Trachea: the respiratory organ)
Question 11
মানুষের শরীরে কোন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে? (Which hormone controls blood glucose levels in humans?)
Correct Answer: B) ইনসুলিন (Insulin)
Question 12
DNA-এর দ্বি-কুণ্ডলী কাঠামো কারা আবিষ্কার করেন? (Who discovered the double helix structure of DNA?)
Correct Answer: A) ওয়াটসন ও ক্রিক (Watson and Crick)
Question 13
কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? (Deficiency of which vitamin causes night blindness?)
Correct Answer: A) ভিটামিন A (Vitamin A)
Question 14
কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম সবচেয়ে ঘনীভূত অবস্থায় থাকে? (In which phase of cell division are chromosomes most condensed?)
Correct Answer: B) মেটাফেজ (Metaphase)
Question 15
মানব দেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? (Which is the largest endocrine gland in the human body?)
Correct Answer: A) থাইরয়েড গ্রন্থি (Thyroid gland)
Question 1
Sc মৌলের 3d1 ইলেক্ট্রনটির কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট কোনটি? (Which is the possible set of quantum numbers for the 3d1 electron of Sc element?)
Correct Answer: A) (3, 2, 0, +1/2)
Question 2
2.5 গ্রাম CaCO3 থেকে NTP-তে কী পরিমাণ CO2 উৎপন্ন হবে? (How much CO2 will be produced from 2.5g CaCO3 at NTP?)
Correct Answer: B) 0.56 L
Question 3
কোনটি ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী নয়? (Which one is not responsible for ozone layer depletion?)
Correct Answer: A) CO
Question 4
কোন বিক্রিয়ায় এনথালাপির পরিবর্তন সর্বনিম্ন? (Which reaction has the lowest enthalpy change?)
Correct Answer: B) CH₃COOH(aq) + NH₄OH(aq) → NH₄Cl(aq) + H₂O(l)
Question 5
Al₂Cl₆ অণুতে সমযোজী ও সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যা যথাক্রমে কয়টি? (How many covalent and coordinate covalent bonds are there in Al₂Cl₆ molecule respectively?)
Correct Answer: C) 6 and 2
Question 6
কোন যৌগের কার্বনে একাধিক ধরনের সংকরণ আছে? (Which compound has multiple types of hybridization in carbon?)
Correct Answer: C) Vinylbenzene (ভিনাইলবেনজিন)
Question 7
(NH₄)₃[Fe(CN)₆] যৌগে আয়রনের জারণ মান কত? (What is the oxidation state of iron in (NH₄)₃[Fe(CN)₆]?)
Correct Answer: C) +3
Question 8
25° তাপমাত্রায় পানির pH ও pOH উভয়ই 7.0 হলে অধিক তাপমাত্রায় নিচের কোন সম্পর্কটি সঠিক? (If both pH and pOH of water are 7.0 at 25°C, which relationship is correct at higher temperature?)
Correct Answer: A) pH < 7.0; pOH < 7.0
Question 9
নিচের কোন জোড়া যৌগে সমআয়ন প্রভাব বিদ্যমান? (Which pair of compounds shows common ion effect?)
Correct Answer: C) H₂S, HCl
Question 10
R-CO-R→ R-CH₂-R পরিবর্তনের জন্য কোন বিকারকটি প্রয়োজন? (Which reagent is needed for the conversion of R-CO-R→ R-CH₂-R?)
Correct Answer: B) Zn-Hg/HCl
Question 11
কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে? (Which one reacts with Fehling's solution?)
Correct Answer: A) HCOOH
Question 12
100 mL NaOH এর দ্রবণে 0.5 g NaOH আছে। এই দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত হবে? (100 mL NaOH solution contains 0.5 g NaOH. What will be the concentration in ppm?)
Correct Answer: D) 5000
Question 13
NH₃, RNH₂, R₂NH যৌগগুলির ক্ষার-ধর্ম প্রদর্শনের ক্রম হচ্ছে- (The order of basic strength of NH₃, RNH₂, R₂NH compounds is-)
Correct Answer: B) R₂NH > RNH₂ > NH₃
Question 14
গলিত CaCl₂ এর মধ্য দিয়ে 1F তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম Ca ধাতু জমা হবে? (How many grams of Ca metal will be deposited at the cathode when 1F electricity is passed through molten CaCl₂?)
Correct Answer: A) 20.0 g
Question 15
Al(OH)₃ এর দ্রাব্যতা যদি 's' হয় তবে এর দ্রাব্যতা গুণাঙ্কের মান কত? (If the solubility of Al(OH)₃ is 's', what is its solubility product constant?)
Correct Answer: A) 27s⁴
প্রশ্ন ১
'অপরাজিতা' শব্দের অর্থ কী?
সঠিক উত্তর: খ) যাকে পরাজিত করা যায় না
Question 1
Which of the following is a correct example of an oxymoron?
Correct Answer: B) Deafening silence
Question 1
দুটি ভেক্টর \[\vec{A}\] এবং \[\vec{B}\] -এর যোগফল তাদের পার্থক্যের ওপর লম্ব। নিচের কোন বিবৃতিটি অবশ্যই সত্য? (The sum of two vectors \[\vec{A}\] and \[\vec{B}\] is perpendicular to their difference. Which one of the following statements must be true?)
Correct Answer: A) \[|\vec{A}| = |\vec{B}|\]
Question 2
m এবং 2m ভরের দুটি আয়তাকার বাক্স একটি ঘর্ষণহীন অনুভূমিক পৃষ্ঠে একটি দড়ি দ্বারা সংযুক্ত। F মাত্রার একটি সম্মুখ বল দ্বারা ভারী বাক্সটিকে ডানদিকে টানা হচ্ছে। ফলে, হালকা বাক্সটি দড়ি দ্বারা টান অনুভব করে। দড়িটিতে টান কত? (Two rectangular boxes of masses m and 2m are on a frictionless horizontal surface and connected by a rope. A forward force of magnitude F is pulling the more massive box toward right. As a result, the less massive box is pulled by the rope. What is the tension in the rope?)
Correct Answer: C) F/3
Question 3
10 g-এর একটি ভর ঘর্ষণহীন একটি অনুভূমিক তলের ওপর দিয়ে গিয়ে দেয়ালের সাথে সংযুক্ত একটি অনুভূমিক স্প্রিংকে 6 m/s বেগে আঘাত করে। যদি স্প্রিংটির স্প্রিং ধ্রুবকের মান 400 N/m হয় তাহলে এটিতে সর্বোচ্চ সংকোচন কত হবে? (A mass of 10 g sliding on a frictionless horizontal surface hits at 6 m/s on a horizontal spring attached to a wall. If the spring has a spring constant of 400 N/m, what is its maximum compression?)
Correct Answer: C) 3 cm
Question 4
চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের ছয় ভাগের এক ভাগ। চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এক- চতুর্থাংশ। পৃথিবীর ভর M-এর তুলনায় চাঁদের ভর কত? (The acceleration due to gravity on the Moon is one-sixth of that on the Earth. The radius of the Moon is one-fourth that of the Earth. What is the mass of the Moon compared to that of the Earth, M?)
Correct Answer: D) M/96
Question 5
একটি ইস্পাতের তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক Y। যদি তারের ব্যাস দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত ইয়ং গুণাঙ্ক কত হবে? (Young's modulus of the material of a steel wire is Y. If the diameter of the wire is doubled, what will be the changed Young's modulus?)
Correct Answer: A) পূর্বের সমান (the same as before)
Question 6
একটি কণা A বিস্তারে সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে। সাম্যাবস্থা থেকে কত দূরত্বে কণাটির বিভব শক্তি তার মোট শক্তির এক-চতুর্থাংশ হয়? (A particle is executing Simple Harmonic Motion with an amplitude A. At what displacement from the equilibrium position, is the potential energy of the particle one-fourth of its total energy?)
Correct Answer: C) A/√2
Question 7
নিচের কোনটি পোলারাইজার নয়? (Which of the following is not a polarizer?)
Correct Answer: B) Fresnel biprism
Question 8
STP-তে একটি আদর্শ গ্যাসকে প্রথমে তার প্রাথমিক আয়তনের এক-তৃতীয়াংশে সংকুচিত করা হয়, এবং তারপর প্রসারিত হতে দেওয়া হয় যতক্ষণ না তার চাপ প্রাথমিক চাপের অর্ধেক হয়। উভয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা স্থির থাকে। যদি গ্যাসের প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি U হয়ে থাকে তাহলে এর চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত? (An ideal gas at STP is first compressed to one-third of its initial volume and then allowed to expand until its pressure is half the initial pressure. The temperature of the gas remains constant during both the processes. If the initial internal energy of the gas is U, what is its final internal energy?)
Correct Answer: C) U
Question 9
পাত-দূরত্ব d এবং ধারকত্ব C এমন একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির মাঝখানে d/2 পুরুত্ববিশিষ্ট একটি ধাতব পাত স্থাপন করা হলো। নতুন ধারকত্ব কত হবে? (A metal plate of thickness d/2 is inserted between the plates of a parallel plate capacitor with plate separation d and capacitance C. What is the new capacitance?)
Correct Answer: D) 2C
Question 10
একটি হুইটস্টোন ব্রিজের চারটি বাহু P, Q, R এবং S-এ যথাক্রমে 4Ω, 12Ω, 16Ω এবং 48Ω রোধ যুক্ত আছে। ব্রিজটিকে সাম্যাবস্থায় আনতে চতুর্থ বাহুতে কত রোধ কীভাবে যুক্ত করতে হবে? (The resistances in the four arms, namely P, Q, R and S, of a Wheatstone bridge are 4Ω, 12Ω, 16Ω and 48Ω respectively. What resistance needs to be included in the fourth arm, and in what manner, in order to balance the bridge?)
Correct Answer: A) 24Ω, series
Question 11
দুটি এক-পরমাণুক আদর্শ গ্যাস পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। A গ্যাস m ভরের অণু দ্বারা গঠিত, এবং B গ্যাস 4m ভরের অণু দ্বারা গঠিত। A গ্যাসের আয়তন B গ্যাসের আয়তনের দ্বিগুণ। এদের চাপের অনুপাত PA/PB কত? (Two monoatomic ideal gases are in thermal equilibrium with each other. Gas A is composed of molecules with mass m while gas B is composed of molecules with mass 4m. The volume of gas A is twice that of gas B. What is the ratio of their pressures PA/PB?)
Correct Answer: B) 1/2
Question 12
একটি বিন্দু থেকে একই সময়ে দুটি কণা ছোড়া হলো। একটি অনুভূমিকভাবে 20 m/s বেগে এবং অন্যটি লম্বভাবে 15 m/s বেগে। 2 সেকেন্ড পর দুটি কণার মধ্যবর্তী দূরত্ব কত? (Two particles are projected simultaneously from a point, one horizontally with velocity 20 m/s and the other vertically with velocity 15 m/s. What is the distance between the particles after 2 seconds?)
Correct Answer: B) 50 m
Question 13
একটি বস্তু একটি সমতল দর্পণের সামনে রাখা হয়েছে। যদি দর্পণটিকে 5° কোণে ঘোরানো হয়, প্রতিবিম্বটি কত ডিগ্রি ঘুরবে? (An object is placed in front of a plane mirror. If the mirror is rotated by 5°, by how many degrees will the image rotate?)
Correct Answer: B) 10°
Question 14
একটি ইলেকট্রন একটি সমসত্ত্ব চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে। যদি ইলেকট্রনের বেগ চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল হয়, তবে ইলেকট্রনের গতিপথ কেমন হবে? (An electron enters a uniform magnetic field. If the velocity of the electron is parallel to the magnetic field, what will be the path of the electron?)
Correct Answer: B) সরলরেখা (Straight line)
Question 15
একটি আদর্শ গ্যাসের মোলার তাপধারণ ক্ষমতা Cp = 7R/2। গ্যাসটির পরমাণু সংখ্যা কত? (The molar specific heat capacity of an ideal gas is Cp = 7R/2. What is the atomicity of the gas?)
Correct Answer: B) 2